× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ট্রেন অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৩ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

রংপুরে সাধারন শিক্ষার্থীর ব‌্যানা‌রে রেলওয়ে স্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে রেল অব‌রোধ ক‌রে মানববন্ধন সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা এক‌টি বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে রেল অব‌রোধের মাধ‌্যমে মানববন্ধন সমা‌বেশ করে।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মুসতাক তাহমিদ নিলয়, নায়িম হোসেন, শাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ ইমতি, মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ। 

মানববন্ধন-সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশে রেলের উন্নয়ন হলেও রংপুরে রে‌লের স‌ঙ্গে বৈষম্য করা হয়েছে। বিভাগীয় নগরী ও জেলা হিসেবে যে মানের রেলস্টেশন থাকার জরুরী তার বিন্দু ছি‌টে ফোটা এখা‌নে নেই। যাত্রী সেবার ক্ষে‌ত্রে পর্যাপ্ত ফ্যান নেই, লাইট নেই, ভাল মানের শৌচাগার নেই। রেলস্টেশনের চারদিকে খোলা থাকার কারণে জনসাধারন অবাধে প্রবেশ ও বিচরণ কর‌ছে। এতে করে প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে প্রতি‌নিয়ত। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছে। অথচ প্লাটফর্ম উঁচুকরণ ছাড়া রংপুর রেলস্টেশনের কোন উন্নয়ন হয়নি। 

বক্তারা আরও বলেন, বিভাগীয় জেলা হওয়ায় এখানে রেলের যাত্রীর অনেক চাপ থাকে। অথচ ঢাকাগামী রেল মাত্র ২টি। সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না পর্যাপ্ত। অথচ সরকার রংপুরের রেলস্টেশন উন্নয়নসহ পর্যাপ্ত ট্রেন বরাদ্দ দিলে সরকার অনেক টাকা রাজস্ব আয় হ‌তো। যাত্রীরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারতো। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.