× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ১১ ব্যবসা প্রতিষ্ঠান

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

০৭ অক্টোবর ২০২৪, ১৪:০৫ পিএম । আপডেটঃ ০৭ অক্টোবর ২০২৪, ১৪:০৬ পিএম

ছবিঃ মিজানুর রহমান মিজান

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ১১ টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ লাগা আগুন থেকে রক্ষা পায়নি মুদি ব্যবসায়ীরা। গতকাল রাত ১০ টায় দোকানে আগুন লাগে ও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক ও স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে তবে কোন নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান পরবর্তীতে খবর পেয়ে এসে দেখেন তাদের একমাত্র উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুড়ে ভঙ্গীভূত হয়েছে।

মার্কেট মালিক আব্দুল বারেক বসুনিয়া জানান ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় গিয়েছিল কিন্তু বাজারের উপস্থিত সাধারন মানুষ দেখতে পায় হঠাৎ দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুনে নিয়ন্ত্রণ করেন। এদিকে ১১জন ব্যবসায়ীদের মধ্যে সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ হয়েছেন কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের ৮০ লাখ , কীটনাশক ব্যবসায়ী মমিন ২৬ লাখ, কসমেটিক ব্যবসায়ী জহির হোসেন ১৫ লাখ,টেইলার্স ব্যবসায়ী দুলাল হোসেন ৭ লাখ, কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম ৮ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। এছাড়াও মুদি ব্যবসায়ীদের প্রত্যকের লাখ টাকার উর্ধ্বে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহোযোগিতার আশ্বাস দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি জানান, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র নির্দেশে আমি মার্কেট পরিদর্শন করলাম পরবর্তীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার,সকালে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করতে। তালিকা হলে ক্ষতির পরিমান অনুযায়ী সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.