× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে দুই উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো।

০৭ অক্টোবর ২০২৪, ১৫:৪০ পিএম

ছবিঃ এম এ কালাম

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যাকবলিত এলাকার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। ধোবাউড়ায় তিন ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। হালুয়াঘাটের ১২ ইউনিয়নের মধ্যে ৯ টি থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। 

সোমবার (৭ অক্টোবর) ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত শারমিন জানান, উপজেলার সাত ইউনিয়ন বন্যাকবলিত হয়েছ। রবিবার রাত থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বর্তমানে ধোবাউড়া সদর, পুরা কানধুলিয়া, গোয়াতলা ও বাঘবেড় এই চার ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আর দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা ও ঘোষগাঁও এই তিন ইউনিয়নে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, খুব দ্রুত পানি কমে পুরো উপজেলা স্বাভাবিক হয়ে উঠবে। এরপরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যাবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আলম জানান, উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৯টিতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে হালুয়াঘাট সদর, কইচাপুর ও নড়াইল এই তিন ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।  

তিনি আরও জানান, বন্যার পানি কমতে শুরু করায় মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এখনও দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ আছে। বন্যার পানি নেমে গেলে শ্রেণির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তারা। বন্যার পানি কমতে সড়ক যোগাযোগের ক্ষতগুলো বেরিয়ে আসছে। পানির তোড়ে অনেক সড়ক ভেঙ্গে গেছে। উঠে গেছে পিচ পাথর। সড়ক যোগাযোগের ক্ষেত্রে কি পরিমান ক্ষতিনি হয়েছে তা নিয়ে কাজ করছে এলজিইডি অফিসগুলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.