শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নতুন প্রতারকের ফাঁদে বিভিন্ন দুর্গা মন্ডপের সভাপতি ও সম্পাদক। প্রতি বছরেই দুর্গা পুজোতে প্রত্যেক মন্দিরের জন্য সরকার কর্তৃক আর্থিক অনুদানের ব্যবস্থা থাকে। আর এই ইস্যুকে কাজে লাগিয়ে এবার কিছু প্রতারক চক্র বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিশেষ নাম্বার থেকে বিভিন্ন মন্দিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে ফোনকলের মাধ্যমে আর্থিক সহায়তার কথা বলে এটিএম একাউন্ট নাম্বার নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই একাউন্টের সঞ্চয়কৃত অর্থ। আর ঠিক এমন ঘটনার শিকার হয়েছেন নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের কাচারীপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরের সভাপতি ও সম্পাদক এবং খুইয়েছেন প্রায় ৩০ হাজার টাকা।
সভাপতি ও সম্পাদকের তথ্যমতে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে চার ঘটিকায় ০৯৬৩৮৪৯৪৬৪৪ নাম্বার থেকে উক্ত মন্দিরের সভাপতি সুধেন সুত্রধরের নিকট কল আসে এবং বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরের জন্য টাকা অনুদানের কথা বলে এটিএম একাউন্ট নাম্বার চায়। সভাপতি তার নিজস্ব একাউন্ট কিংবা মন্দিরে নামে কোনো এটিএম একাউন্ট না থাকায় উক্ত মন্দির কমিটির সহ-সভাপতি তার পারিবারিক একটি একাউন্ট সেই প্রতারকের নিকট দিয়ে দেয়। এবং প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই একাউন্টে থাকা প্রায় ৩০ হাজার টাকা উত্তোলন করে নেয়। প্রথম অবস্থায় সভাপতি,সহ-সভাপতি ও সম্পাদক বিষয়টি বুঝতে না পারলেও কিছু সময় যাওয়ার পর সন্দেহ মনে হলে সেই একাউন্ট খেয়াল করে দেখেন একাউন্টে থাকা প্রায় ৩০ হাজার টাকা নেই। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
পুজা মন্ডপের সভাপতি বলেন, গত কয়েকদিনে এমনেই বন্যায় ভুগছেন আমাদের এলাকার মানুষ। তার উপর এমন পরিস্থিতিতে পুজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময়ে এমন এক ঘটনা আমাদের হতাশ করেছে। এ বিষয়ে থানায় জিডি করেছি কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কি না জানি না।
এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম জানান, বিষয়টি খুবই দুঃখজনক এমন সময়ে। তবে নালিতাবাড়ী থানায় জিডি নেওয়া হয়েছে। আমরা সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবো। আশা করছি প্রতারক চক্রটাকে ধরতে পারবো। তবে নালিতাবাড়ী সকল পুজা মন্ডপের কমিটিকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।