× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে শিশু অপহরণের মামলায় এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৮ অক্টোবর ২০২৪, ১৪:৪২ পিএম । আপডেটঃ ০৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরে শিশু অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম এই রায় দিয়েছেন।

আদালতের স্পেশাল পিপি আনিসুর  রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সোহাগ বাড়ি গ্রামে স্কুল যাওয়ার পথে মামলার ভিকটিম ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফ সহ ২/৩ জন। পলি খাতুনকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার পিতা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করা হয়। মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক মুহাম্মদ আব্দুল রহিম অভিযুক্ত  আরিফকে দোষী সাব্যস্থ করে উল্লেখিত রায় ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম প্রাপ্ত হবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.