কুমিল্লার চান্দিনায় চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে মো. নরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ির মৃত রহম আলীর ছেলে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর বাজারে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
আহত নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বলেন- সোমবার রাতে ১৫-১৬ জন মুখোশধারী সন্ত্রাসী রামদা-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ঘাড়, মাথা, দুইটি পা, দুইটি হাত পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
বর্তমানে সে ঢাকায় মোহাম্মদপুর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় তারা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এদিকে আহত নুরুল ইসলামকে মাইজখার ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এর কর্মী বলে দাবি করেন চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তদন্ত করে এসেছে। পূর্ব শত্রুতার জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।