ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস অতিবাহিত হওয়ার পরও ভোগ্য পণ্যের বাজারে স্বস্তি ফিরে এলো না।বরং,ক্রেতারা বাজারে গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে আরো অস্বস্তি হয়ে পড়েন।বিগত সরকারের আমলে নিত্যপণ্যের বাজার সিন্ডিকেটদের পকেটে থাকার অভিযোগ রয়েছে,যার ফলশ্রুতিতে নিত্য পণ্যের বাজার ঊর্ধ্বগতি ছিলো। তাই,দেশের সাধারণ মানুষ অনেক কষ্টে দিনযাপন করেছেন।সাধারণ মানুষ তাদের ক্ষোভ ঝেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।
সাধারণ মানুষ এই পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে চেয়েছিলেন।সাধারন মানুষের ধারণা ছিলো নতুন সরকার আসলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং নিত্য পণ্যের বাজারে দাম কমবে।কিন্তু,অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পেরিয়ে গেলেও নিত্য পণ্যের দাম কমেনি বরং জ্যামিতিক হারে বেড়েই চলেছে।কোনক্রমে লাগাম টানা যাচ্ছে না নিত্য পণ্যের বাজার গুলোতে।তাই,ভোক্তাদের কথা মাথায় রেখে গত ১৫ ই সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বিক্রেতাদের নির্ধারণ করে দেয় সরকার।কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারগুলোতে।
এলাকাভেদে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা এ যেন আগুন লাগার মতো।ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে,পাশাপাশি সোনালি মুরগির দামও ১০/১৫ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে।এতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে।অতি নিন্ম আয়ের মানুষকে বাজারে কিনতে দেখা গেছে মুরগির গিলা কলিজা ও পা তাও কেজি ১৮০ টাকা।সুখবর নেই সবজির বাজারগুলোতে,গত সপ্তাহের চেয়ে আরো দাম বেড়ে চলে গেছে অসহনীয় পর্যায়ে।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার হোসেনপুর বাজার,সাদিপুর নয়াপুর বাজার, মদনপুর বাজার,কাইকারটেক হাঁট,বটতলা বাজার,মোগরাপাড়া বেপারী বাজার,চৌরাস্তা বাজার,মোগড়াপারা সাহেব বাড়ীর বাজার,প্রেমের বাজার,কাঁচপুর হাইওয়ে বাজার,আনন্দবাজার সহ বেশ কয়েকটি হাঁট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে-হাঁটবাজারগুলো শাক-সবজিতে ভরপুর।সাদিপুর ঐতিহ্যবাহী নয়াপুর বাজারে ড্রাইভার মফিজুল ইসলাম মাছ বাজারে বলেন-" প্রতিদিন অটো চালাইয়া যা পাই, বেশী দাম হওয়ায় একদিনও ইলিশ মাছ খাইতে পারি না"আর এহন তরকাহির দাম ও বেশী কী খামুহ! "।চৌরাস্তা বাজারে থেকে ফার্মেসী ব্যবসায়ী আলম সবজি কিনতে গিয়ে বলেন-" বাজারে সবজির দাম খুবই বেশী, পরিবার নিয়ে জীবন চালানো খুবই কষ্টকর ", সরকারের উচিৎ দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ করা।"
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh