× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জ

সাংবাদিককে উড়ো চিঠি দিয়ে হুমকি!

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

১০ অক্টোবর ২০২৪, ১২:৫১ পিএম

ছবিঃ মোস্তাফিজুর রহমান

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক মেজবাহুল কবির সবুজকে হাত-পা ভেঙ্গে বাড়িতে ফেলে রাখার উড়ো চিঠি দেওয়া হয়েছে। সাংবাদিক সবুজ বদরগঞ্জ রিপোর্ট ইউনিটির সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ,ও ৭১ বাংলা নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

গতকাল বুধবার দৈনিক সংবাদ সারাবেলা কে উড়ো চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গতকাল (৯ অক্টোবর) বুধবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান শাটার খোলার সময় উড়ো চিঠিটি দেখতে পান। উড়ো চিঠিতে বলা হয় সাংবাদিক সবুজ তুই বেশি বাড়িস না ব্যবসা করিস ব্যবসা কর সাংবাদিকতা বাদ দে না তা হলে হাত পা ভেঙ্গে বাড়িতে ফেলায় রাখবো মনে রাখিস।

এ বিষয়ে সাংবাদিক মেজবাহুল কবির সবুজ বলেন, গত ৭ অক্টোবর দুপুরে বদরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সরকারের উপর হামলা হয়। রেজিস্ট্রি অফিসে একটি ভিডিও আমার ফেসবুক পেজে প্রকাশ করি। সেই ভিডিওর কমেন্টে Mst sultana sumu আইডি থেকে পোস্ট করে কত টাকা দিল সবুজ ভাই আপনাকে তো আবার ৫০০ টাকা দিলে কেনা যায়। তাই তাদেরকে বেশি খরচ করতে হয়নি বোঝাই যাচ্ছে আপনি তো ৫০০ টাকারই লোক। এগুলো ধান্দাবাজি বাদ দেন দিয়ে ভাতের হোটেলে দোকান করেন আর আল্লাহর কাছে মাফ চান উল্টাপাল্টা নিউজ করা বাদ দেন আপনি এখন মার্কেটে চলেন না ভালো থাকলে তাও চলতে পারবেন না মার্কেটে।পরে ওই আইডি থেকে কমেন্টেটি ডিলিট করে দেন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। গতকাল সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে উড়ো চিঠিটি পাই। এখন আমি আইনগত ব্যবস্থা নিব।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির উড়ো চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা জানতে পেরেছি সাংবাদিক মেসবাহুল কবির সবুজকে হাত-পা ভেঙে বাড়িতে ফেলার উড়ো চিঠি দিয়েছে। বিষয়টি আমরা দেখছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.