ভোলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে নৌ-বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করে।
বুধবার ভোলায় নৌবাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট মোফতাদিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নৌবাহিনী, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভোলার চরফ্যাসন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে চরফ্যাসনের আঞ্জুরহাট বাজারের ৬টি দোকান ও শশীভূষণ এলাকায় ৪টি দোকান তল্লাশী করে ১০ লক্ষ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ হাজার মিটার চরঘেরা জাল, ৪ হাজার মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করে ২ জনকে আটক করা হয়। জব্দকৃত এসব জালের মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। পরে আটককৃত দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিন বিনাশ্রম কারাদ-ে দেয়া হয়।
পরে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।