ভোলার চরফ্যাসনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার ১২ অক্টোবর উপজেলার ওমরপুর ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, ওমরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলীগাঁও এর বাসিন্দা ইউসুফের ছেলে জুবায়দে ও সুমনের ছেলে আরিয়ান। শিশুদের আনুমানিক বয়স ৪ও ৫ বছর। সম্পর্কে তারা প্রতিবেশী।
নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, খেলার ছলে মায়ের অগোচরেই শিশুরা বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে চলে যায়।সেখানে হঠাৎ পানিতে পড়ে যায় ২ শিশু। তাদের পানি থেকে উদ্ধার করে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।