ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মসজিদের ঈমাম ও তার মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। উপজেলার দুধনই গ্রামে এই ঘটনা ঘটে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে দুধনই গ্রামের চান্দু মেম্বারের ছেলে দুধনই জামে মসজিদের ঈমাম আবুল কাশেম বাড়ি থেকে নৌকা দিয়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে দুই সন্তান সহ বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভীমরুলের বাসা ভেঙ্গে গিয়ে তাদের উপর আক্রমণ করে। এ সময় ছেলে সিফাতুল্লাহ (৬) এবং মেয়ে লাবিবা (৮) সহ তারা ৩ জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি দেখে বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়। আর কন্যা লাবীবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে বাবার মৃত্যু হয়। ছেলে সিফাত উল্লাহর অবস্থাও আশংকাজনক।
এ ব্যাপারে জানতে চাইলে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, আমরা দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।