গুরুদাসপুরে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির তালা ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই ব্যক্তি। গতরাতে তার বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
নজরুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত আমীর আলী মন্ডলের ছেলে। ভুক্তভোগি বলেন, বৃহস্পতিবার তারা স্বপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ফিরে এসে দেখেন বাড়ির ফটক ও ঘরের দড়জা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখেন আলমারি ভেঙ্গে টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তিনি টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় অনার দাবি করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসনে বলেন, এই ঘটনায় নজরুল ইসলাম থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।