× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালী

জমি নিয়ে বিরোধ; সন্ত্রাস দিয়ে ভাইকে মারে ভাই

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৯ পিএম । আপডেটঃ ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৫০ পিএম

প্রতীকী ছবি।

মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বাড়ির জমি ভাগাভাগি নিয়ে বিরোধে এক ভাইকে ভাড়াটিয়া সন্ত্রাসী লেলিয়ে দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছেন আরেকজন। ১২ অক্টোবর (শনিবার) রাত ১০ টার সময়  শুক্রবার দুপুরে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু মুছা বিদেশ ফেরত যু্কক। তাকে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে রাত ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের মদদদাতা নুরুল আবছার ঘটনার পর থেকে পলাতক। আহত আবু মুছা মাতাবাড়ী বাংলাবাজার এলাকার মৃত আবদু সালামের পুত্র।


আহতের স্ত্রী রিয়া মনি জানান, সকল ভাই বাড়ির পৈত্রিক জমিতে বসবাস করেন। তাঁদের বাবা মারা যাওয়ার বছরে পর বছর পার হলেও বাড়ির জমি ভাগাভাগি করে না দিয়ে বড় ভাই নুরুল আবছার বছরের পর বছর ভোগ করে আসছেন। বাপের জমি ও পাওনা টাকা চাইলে ওই সময় তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই নুরুল আবছারের নেতৃত্বে আবদু সালাম ও তাঁদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ছোট ভাই আবু মুছাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে মুছার বাম হাতের রগ কাটা পড়েছে এবং মাথায় বড় ধরনের জখম হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান। এসময় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নেতৃত্বে বাজারে মহড়া চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার পরেও আহতের স্ত্রী রিয়া মনিকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা বাড়ীতে অবরুদ্ধ করে রাখলে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা চটকে পড়ে।

উল্লেখ্য, আহত আবু মুছা জীবনের নিরাপত্তা চেয়ে গত ১১/১২/২০২০ হামলার নেতৃত্বধানকারী নুরুল আবছারসহ কয়েকজনের বিরুদ্ধে  মহেশখালী থানায় জিডি করেন। যার জিডি নং ৫৫৬। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান, বাড়ির জমি নিয়ে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা হিসাবে রুজ করা হবে। ###

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.