× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চা-বাগানে নির্বিচারে ছায়াবৃক্ষ নিধন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স শমশেরনগর চা বাগানের ফাঁড়ি কানিহাটি ও দেওছড়াসহ আশপাশ বিভিন্ন চা বাগান থেকে গাছ উজাড় করা হয়েছে। চা বাগান কর্তৃপক্ষ দাবি করছে গাছ উজাড় করা হয়নি দুর্গাপূজা উপলক্ষে চা বাগান পঞ্চায়েত ও শ্রমিকদের জন্য জালানি কাঠ হিসাবে দেয়া হয়েছে। দেখা যায় চা বাগান সমুহ থেকে নির্বিচারে ছায়া বৃক্ষ নিধন করা হচ্ছে। নির্বিচারে গাছ কাটার ফলে নেতিবাচক প্রভাব পড়ছে চায়ের উৎপাদন ও পরিবেশের উপর।

স্থানীয় সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলায় ডানকান ব্রাদার্স, এনটিসি ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে ২২টি চা বাগান রয়েছে। চা বাগান সেকশনে রোপিত গাছগাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদ থেকে চা গাছকে রক্ষায় ভূমিকা পালন করে। চা বাগানের টিলাভূমিতে ছায়াবৃক্ষগুলো একদিকে চায়ের উৎপাদনে ভূমিকা রাখছে, অন্যদিকে পরিবেশের জন্য উপকার বয়ে আনছে। তবে চা বাগানের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী, পঞ্চায়েত নেতাদের কারণে চা বাগানে রোপিত গাছগাছালি নির্বিচারে কেটে নেয়ার কারনে চা বাগান গুলো গাছ শুণ্য হতে চলেছে।

শমশেরনগর এর ফাঁড়ি কানিহাটি ও দেওছড়া চা বাগান ঘুরে দেখা যায়, গত দু’মাসে চায়ের টিলাভূমিতে গড়ে উঠা বৃহদাকার প্রায় দু’শতাধিক গাছ কেটে উজাড় করা হয়েছে। আকাশি,রেনট্রি,বেলজিয়ামসহ মূল্যবান গাছগুলি কেটে খন্ডাংশ করে ট্রাক্টর, ট্রলি ও ঠেলা গাড়ি যোগে স’মিলসহ বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়। গাছ কেটে নেয়ার পর চায়ের টিলাভূমি বৃক্ষশুন্য হয়ে পড়ছে। এতে চা বাগানের কিছু লোক লাভবান হলেও বৈদেশিক মুর্দ্রা অর্জনের শিল্পটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হচ্ছে। এছাড়া শমশেরনগরের দেওছড়া, কানিহাটি, বাঘিছড়া, ডবলছড়া, আলীনগর চা বাগানের সুনছড়া, কামারছড়া এবং এনটিসি’র চা বাগান থেকে নানা সময়ে গাছ চুরির অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চা বাগান শ্রমিকরা জানান, বাগানের জনপ্রতিনিধি, পঞ্চায়েত নেতৃবৃন্দ ও সর্দারদের একটি চক্র গাছ পাচারের সাথে সম্পৃক্ত। তারা দীর্ঘ দিন ধরে চা বাগানের টিলা থেকে বড় বড় গাছ কেটে নিচ্ছে। গত এক বছরে কানিহাটি চা বাগানে প্রায় ১৫শ’ গাছ বিলীন হয়েছে এবং একমাসে শতাধিক গাছ কেটে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতেও পারছেন না। ফলে চায়ের টিলার অনেক স্থান গাছগাছালি বিহীন বিরান ভুমিতে পরিনত হয়েছে।

কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, ‘যে হারে চায়ের টিলা থেকে গাছ সাবাড় হচ্ছে তাতে বছর দু’একের মধ্যেই টিলাগুলো ফাঁকা হয়ে পড়বে। চা বাগানের বিভিন্ন সেকশনের বিভিন্ন স্থান থেকে গাছ সাবাড় হয়েছে।’

কানিহাটি চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রতাপ রিকিয়াশন বলেন, দুর্গা পূজার জন্য শ্রমিকদের জালানি কাঠ দেয়া হচ্ছে। তবে বড় সাইজের গাছ কেটে ট্রাক্টরযোগে নেয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

কানিহাটি চা বাগানের টিলাক্লার্ক প্রদীপ কুমার বলেন, পূজার সিজনে সর্দারদের জ্বালানির জন্য গাছ দেয়া হচ্ছে। এগুলো মন্দিরেও যাচ্ছে। তবে মাঝে মধ্যে গাছ চুরি হয়।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, দুর্গা পূজার জন্য চা শ্রমিকরা কিছু জালানি কাঠ নিয়েছে। পঞ্চায়েত নেতৃবৃন্দদের মাধ্যমে জ্বালানি কাঠ নেয়া হচ্ছে। জ্বালানি কাঠের সাথে কিছু মরা গাছের খন্ডাংশ থাকতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.