দেশের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে মানসম্পন্ন পণ্য উৎপাদন একান্ত প্রয়োজন। রপ্তানি খাতকে শক্তিশালী করার জন্য উৎপাদিতপণ্যের মান সঠিক রাখতে হবে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আন্তর্জাতিক মান অনুসরণেরবিকল্প নেই বলে মন্তব্য করেছেন রংপুরের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ৫৫তম বিশ্ব মান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিভাগীয় কমিশনার বলেন, বাজারে ভেজাল পণ্য পাওয়া যায়। আমরা সেই ভেজাল পণ্য খেয়ে নিজেকে অসুস্থ্য করে তুলছি। আমরা প্রতারণার শিকার হচ্ছি। যারা পণ্য নিয়ে কারবার করে, তাদের যে কোন পন্যে ভেজাল দেয়া থেকে বিরত থাকতে হবে। সঠিক পরিমাপ দিতে হবে এবং মুল্য সঠিক রাখতে হবে। কেউ যেন প্রতারনার শিকার না হয়। সেদিকে লক্ষ রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে পণ্য কেনার আগে যাছাই বাছাই করে পণ্য ক্রয়, পণ্যটি মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখে শুনে কেনার পরামর্শ দেন। অতি মুনাফা লোভীদের ব্যাপারে সতর্ক থাকার বলেন তিনি।
বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটিপ্রতিষ্ঠানের বিএসটিআই-এর চেক লিস্ট অনুযায়ী কর্মকর্তাদের অবশ্যই নিয়মিত বাজার পরিদর্শনও মান যাচাই করতে হবে। দ্রব্যমূল্য ও পণ্যের মান নিয়ন্ত্রণে বাজার নজরদারী বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসটিআইএর উপ-পরিচালক (পদার্থ) ও বিভাগীয় প্রধান মুবিন উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আকবার হোসেন, মেট্রাপলিটন চেম্বারের সহ সভাপতি আতিক উল্লাহ আতিক, ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুরের জেলা প্রশাসক মোঃ মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রুবায়েত হোসেন খাঁন, মহুয়া বেকারীর স্বত্তাধিকারী নুরুল হক মুন্নাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মালিক ও সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এর আগে বিশ্ব মান দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।