× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আক্কেলপুরে বেড়েছে ইজিবাইক ছিনতাই!

সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।

১৫ অক্টোবর ২০২৪, ১৬:২৮ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে পথ অবরোধ করে দুটি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইের অভিযোগ উঠেছে। সন্ধ্যার পরে ইজিবাইকে যাত্রী পরিবহন নিয়ে আতঙ্কে রয়েছে চালকরা।

জানা গেছে, গত ১০ অক্টোবর রাত ৮ টায় আক্কেলপুর-বগুড়া সড়কে ভিকনী স্কুলের পাশে ফাঁকা জায়গায় ভিকনী গ্রামের আব্দুর রহিম সাখিদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ইজিবাইক নিয়ে আসার সময় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে তার ইজিবাইক ছিনতায় করা হয়েছে। পরে তাকে মারধর করে মাইক্রোবাসে উঠিয়ে কিছুদূর নিয়ে আসার পরে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। ১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে যাওয়ার সময় আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে বেগুনবাড়ি যাওয়া সড়কের মাথায় ৭ থেকে ৮ জন পথ অবরোধ করে আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে এস.এম.হোসেনের (২৭)  ইজিবাইক এবং ওই গাড়িতে থাকা যাত্রী পাশ্ববর্তী বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে আবু সাঈদের (২২) নগদ ২ হাজার ৮’শত টাকা , ৩টি স্মার্টফোন ও ব্যাগ নিয়ে তাদেরকে  রাস্তার পাশে হাত পা বেধে রেখে ছিনতায় সব কিছু ছিনতাই করে।

আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ছিনতাইের ঘটনায় থানায় একটি মামলা ও একটি অভিযোগ হয়েছে। প্রথম ছিনতায়ের ঘটনায় একজনকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত কোন ইজিবাইক উদ্ধার হয়নি।

ভুক্তভোগী ইজিবাইক মালিক এস.এম.হোসেন বলেন, ইজিবাইকটি আমার একমাত্র উপার্জনের সম্বল ছিল। এটি ছিনতায় হওয়ায় পরিবার নিয়ে চিন্তায় আছি।

আরেক ইজিবাইক মালিক মেহেদী হাসান জানান, আমি এখন সহায় সম্বলহীন। টাকার কারণে আমি আমার চিকিৎসা করাতে পারছিনা। অপরদিকে দোকানে ব্যাটারির টাকা বাকি আছে। অনেক কষ্টে দিন যাপন করছি।

জয়পুরহাট অটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবুলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে যাত্রী পরিবহন করছি এবং নিরাপত্তা হীনতায় ভুগছি। এই রকম চলতে থাকলে আমারা বিপাকে পড়ে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।  

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, রাস্তায় টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.