চাঁদপুরের মতলব উত্তরে মোবারক হোসেন বাবু খুনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান৷
২০২৩ সালের ১৭ জুন মোহনপুর ইউনিয়নের ববাহাদুরপুরে আওয়ামী লীগের দুই গ্রুফের সংষর্ষে নিহত হন মোবারক হোসেন বাবু ৷ এ ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও তার দুই ভাই কাজী হাবিবুর রহমান ও কাজী মতিন জড়িত থাকার অভিযোগ করা হয় মামলার এজহারে ৷
সোমবার ১৪ অক্টোবর চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ১ মতলব উত্তর কোর্টের বিচারক মোরশেদ এর আদালতে ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান সহ মোট ২৫ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মোবারক হোসেন বাবু নিহতের মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও তার ২ ভাই কাজী হাবিবুর রহমান ও কাজী মতিনকে উদ্দেশ্য প্রনীত এবং রাজনৈতিক প্রতিহিংসার কারনেই তাদের কে এই মামলায় জড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ৷
জানায়, প্রকৃত খুনিদের আড়াল করতেই চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এবং তার ২ ভাইসহ নিরপরাধ মানুষকে উদ্দেশ্য প্রনীতভাবে এই মামলায় জড়ানো হয়েছিলো ৷
এদিকে দীর্ঘ তদন্ত শেষে মামলা থেকে অব্যাহতি দেয়ায় আদালতের বিজ্ঞ বিচারকসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান৷