× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ২৭০ বোতল ফেনসিডিল ও ৩ কেঁজি গাঁজা রাখা ও ব‌্যবসার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের করা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (১৬ অ‌ক্টোবর) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষনার আগেই আসামীরা আদালত থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

মামলার বিবরনে জানা গেছে ২০১১ সালের ২ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম ওঝা গ্রাম থেকে আসামী মো. দছির উদ্দিন পিতা আব্দুল জব্বার, মহুবার রহমান পিতা মৃত আকবর আলীর বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ ২শ ৭২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় দুই আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি তে ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামী দছির উদ্দিন ও মহুবার রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে যাজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। 

অপরদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ ৯১) ও ৭ (ক) ও ২৫ ধারায় দুই আসামীকে আরো ২ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ দেন। উভয় দন্ডই গ্রেফতার হবার দিন থেকে এক সাথে কার্যকর হবে বলে আদেশ প্রদান করেন আদালত।

এদিকে সরকার পক্ষের আইনজিবী বিশেষ পিপি জয়নাল আবেদীন অরেজ্ঞ এ্যাডভোকেট জানান রায় ঘোষনার আগেই আসামীরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী ও সাজা পরোয়না জারির আদেশ দিয়েছে আদালত। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.