× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধভাবে নদী দখলের প্রতিবাদে মানববন্ধন

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

১৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৭ পিএম

ঝালকাঠির নলছিটিতে কুমারখালি মরানদীতে (মরগাঙ্গী) সাবেক সাংসদ আমির হোসেন আমুর ঘনিষ্ঠ মোস্তাক নামের এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হতো। সেই বাঁধ কাটার ঘটনায় জেলেদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধভাবে দখলকৃত থেকে পুনরায় উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জেলে জনগোষ্ঠী ও সাধারণ মানুষ।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কুমারখালি এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলেদের মধ্যে বক্তব্য রাখেন, জব্বার খান, মনির হাওলাদার, সুমন হাওলাদার, জাকির হাং, দেলোয়ার হাং।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক সাংসদ আমির হোসেন আমুর ঘনিষ্ঠ মোস্তাক নামের এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে এসেছে দীর্ঘদিন যাবত। যার কারণে সেখানের জেলেরা মাছ ধরার থেকে বঞ্চিত ছিলো। এলাকার খালগুলোর পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষি ও মৎস চাষ বন্ধসহ দৈনন্দিন কাজে পুকুরগুলোতেও ব্যবহৃত পানি পাওয়া যায় না। যার ফলে নদীর তীরবর্তী অন্তত পাঁচটি গ্রামের কৃষিখাত ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের আমলে ব্যক্তিগত মালিকানা রেকর্ডের জমি উচ্চ আদালতের ইজারার আদেশের নামে অবৈধভাবে দখল করে রেখেছিলো যায় ফলে কুমারখালি এলাকার জেলে, নাইয়া এবং দাঈ সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ দিনে দিনে মূল পেশা থেকে কর্মহীন বেকার হয়ে পড়েছে। গত ৫ আগস্টের সরকার পতনের পর স্থানীয় জেলেরা বাঁধ কেটে নদীতে মাছ ধরা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে দখলদাররা আদালতে বেশ কয়েকজন জেলের নামে মামলা দায়ের করেন। যার কারণে জেলেদেরকে প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছে। মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধভাবে দখলকৃত নদীর বাঁধ কেটে পুনরায় নদীকে উন্মুক্ত করে দেয়ার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় জেলে জনগোষ্ঠী, সাধারণ নাগরিক, সুশিল সমাজেফ প্রতিনিধি সহদুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.