জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র গাড়ির চাপায় কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কুরবান আলী নিহত হয়েছেন। বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। এ ছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ছিলেন৷ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাংবাদিকদের একাধিক সংগঠন। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুতফর রহমান ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুরবান আলী মেলান্দহের শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মৌসুমী আক্তার জানান, হাসপাতালে আনার পুর্বেই তিনি মারা যান।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল৷ অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।