× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জ

সংবাদ সারাবেলার সাংবাদিককে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৮ পিএম । আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৪৬ পিএম

ছবিঃ হুমকিদাতা ব্যবসায়ী সেরাজুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের‌ রহনপুর পৌর এলাকার স্থানীয় এক চাউল ব্যবসায়ী সেরাজুল ইসলামের বিরুদ্ধে এক সাংবাদিককে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে।এ নিয়ে নিরাপত্তা চেয়ে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে ওই ভুক্তভোগী সাংবাদিক শাহীন আলম। শাহীন আলম দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

জিডি সূত্রে জানা গেছে, গতকাল রাতে 017******** এই নম্বরে মঙ্গলবার (১৫ অক্টোবর) রহনপুর খাদ্য গুদাম থেকে জিআর এর ৯ টন চাউল বের করা হয়েছে।এই তথ্যের জন্য ওই চাউল ব্যবসায়ী সেরাজুল ইসলামে ফোন দিলেই প্রথম থেকেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।তাতে ওই ব্যবসায়ীকে সাংবাদিক শাহীন আলম গালিগালাজের কারণ জানতে চাইলে তিনি গালিগালাজ করতেই থাকেন। এক পর্যায়ে তাকে মারার হুমকি দেয়।

সাংবাদিক শাহীন আলম বলেন,আমি গোপন তথ্যের ভিত্তিতে চাউল ব্যবসায়ী সেরাজুল ইসলামের কাছে তথ্য জানার জন্য ফোন দিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে ও আমাকে হত্যার হুমকি দেয়।এই ব্যবসায়ী একজন অবৈধ চাউল ব্যবসায়ী। ইতিপূর্বে সরকারি খাদ্য গুদাম থেকে কর্মকর্তাদের যোগসাজশে চাউল বের করার প্রমাণ আমাদের কাছে আছে। আমার নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শহিদুল ইসলাম মুঠো ফোনে বলেন, হুমকির একটা অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.