× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ সাইফুল ইসলাম, দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি।

১৮ অক্টোবর ২০২৪, ১৯:০০ পিএম । আপডেটঃ ১৯ অক্টোবর ২০২৪, ১৩:১৫ পিএম

ছবিঃ প্রতীকী ছবি।

ঢাকার দোহার উপজেলায় নাজমুল (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের বাশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল উপজেলার ইকরাশি গ্রামের আলী বেপারীর ছেলে। এ ঘটনায় মিলন নামের আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মিলন ও পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার সকালে বাশঁতলা বাজারের তারেক খানের দোকানে নাজমুল চা খেতে যায়। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক এসে ধারালো ছোরা দিয়ে নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

নিহত নাজমুলের পরিবারের দাবি উপজেলার বাঁশতলা খেজুরতলা নামক এলাকার রনি নামের এক ব্যক্তির সাথে পপূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত রনির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবার থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দোহারের দায়িত্বে থাকা সেনাবহিনীর জুনিয়ার কমিশন্ড অফিসার ( জেসিও) জহিরুল ইসলাম বলেন, পুলিশকে সহায়তার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.