জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম মিয়া ( ২৬) নামের ইট ভাটার শ্রমিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷ তিনি পৌর শহরের চাঁদপুর এলাকার জাহাঙ্গীর মন্ডল এর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের চাঁদপুর এলাকার মোঃ সেলিম মিয়া তার প্রতিবেশী ৯ বছরের শিশুকে মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয়। এরপর তার পরনে থাকা জামা জোর পূর্বক খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুরু করলে তার দাদী এসে তাকে উদ্ধার করেন। পরে সেলিম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক পুলিশে সংবাদ দিলে মাদারগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ রাতেই শিশুটির পরিবার নারী ও শিশু দমন নির্যাতন আইনে সেলিমকে আসামী করে মামলা দায়ের করে৷
কথা হলে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুর আলম এ প্রতিবেদককে জানান, থানায় মামলা হয়েছে। রবিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে৷ সেই সাথে শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।