× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

২০ অক্টোবর ২০২৪, ১৮:৪৯ পিএম

ছবিঃ মাসুদুর রহমান।

জামালপুরে অটোরিক্সা চোর চক্রের মূলহোতা মোঃ সোহেল গাজী নামের যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১৪৷  রবিবার (২০ অক্টোবর)  সকাল ১০ টায় শহরের বেলটিয়া বাজার এলাকায়  অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে রবিবার সন্ধ্যায় জামালপুর র‍্যাবের অধিনায়কের পক্ষ থেকে নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: নাজমুল ইসলাম।  তিনি সাংবাদিকদের জানান,  রবিবার সকাল  ০৯.১৫ মিনিটে জামালপুর টু মধুপুর মহাসড়কের বেলটিয়া বাজার সংলগ্ন মেসার্স সুমাইয়া মরিয়ম ষ্টোর এর পশ্চিমে জামালপুর সদর থানার পলিশা গ্রামের মরহুম আব্দুল আজিজ এর ছেলে অটো চালক মো: সাইফুল ইসলাম তার বাড়ীর সামনে রাস্তার পাশে ব্যবহৃত অটোরিক্সা রেখে বাড়ীতে যায়। পরে শহরের দক্ষিণ কাচারী পাড়া এলাকার মরহুম বাদশা গাজীর ছেলে সোহেল গাজী(২৯) অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অটোরিক্সা  এবং চোরকে আটক করে রাখে।  সংবাদ পেয়ে  তাৎক্ষনিকভাবে জামালপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্তঃ জেলা চোর চক্রের মূলহোতা সোহেল গাজীকে গ্রেপ্তার ও  চোরাই উদ্ধারকৃত অটোরিক্সাসহ ক্যাম্পে নিয়ে আসে।

পরে অটো চালক সাইফুল মিয়া জামালপুর সদর থানায় ১৮৬০ পেনাল কোড এর  ৩৭৯/৪১১ ধারায়  মামলা দায়ের করেন। তিনি আরো জানান,  সোহেল গাজীকে জামালপুর  সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.