× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ

সরকারি জলমহাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

আরিফুল ইসলাম মামুন, ভৈরব প্রতিনিধি।

২২ অক্টোবর ২০২৪, ১৬:৫১ পিএম

ছবিঃ আরিফুল ইসলাম মামুন

আজ মঙ্গলবার ২২ অক্টোবর বেলা ১২ টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি এলাকায় জলমহালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পূর্বে ভূমিদস্যু হটাও নাজিরদিঘী বাঁচাও এই স্লোগানে স্লোগানে মিছিল করেন এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, বৃটিশ আমল থেকে প্রকৃতিকভাবে পাওয়া উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি জলমহাল। ১৯৭৮ সালে সরকারি বন্দোবস্তায় ২৪ একর ৮৪ শতাংশ জায়গার জলমহাল লিজ নিয়ে মাছ চাষসহ হাসঁ, মুরগী ও গরু পালনের মাধ্যমে বিভিন্ন ভাবে জিবিকা নির্বাহ শুরু করে স্থানীয়রা। শুরুতে এখানে বসতি কম থাকলেও বর্তমানে এই জলমহালের পাশে ২ হাজার মানুষের বসতি গড়ে হয়েছে। সবাই কোন না কোন ভাবে জিবিকা নির্বাহে এই জলমহালের সাথে জড়িত রয়েছে। এই জল মহালে পানি দিয়ে হাওয়ারের ২ শত একর জমি চাষবাদ করা হয়। 

এসময় স্থানীয়রা অভিযোগ করে জানান, বাজিতপুর থানার নোয়াপাড়া গ্রামের দিলালপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে মোশারফ জাল দলিল তৈরী করে নাজিরদীঘি এলাকার মানুষদের হয়রানি করছেন। দলিল জাল করে জলমহাল আত্মসাতের চেষ্টার প্রতিবাদে মোশারফ হোসেনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছে এলাকাবসী। 

এসময় বক্তব্য দেন, নাজিরদীঘি এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সাদিরুজ্জামান বাছির, আব্দুল কাঈয়ুম, নূর মুহাম্মদ, হাজী আব্দুল সাত্তার আজিজ, মো. দ্বীন ইসলাম, মো. ছেতু মিয়া ও মো. ওবায়দুল্লাহ প্রমুখ। 

এসময় আব্দুল কাঈয়ুম, নূর মুহাম্মদ, মো. দ্বীন ইসলাম, মো. ছেতু মিয়া ও মো. ওবায়দুল্লাহ বলেন, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া নাজিরদীঘির জলমহাল দখলের চেষ্টা করছে একটি চক্র। এই জলমহাল নাজিরদীঘি এলাকার শত বছরের ঐতিহ্য। হঠাৎ করে মোশাররফ নামের এক ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জলমহল দখলের চেষ্টা করছে। আমরা তার জাল কাগজপত্রাধী সুষ্ঠু তদন্তের মধ্যেমে যাচাই বাচাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে হাজী আব্দুল সাত্তার আজিজ জানান, আমি নাজিরদীঘি জলমহাল সরকারের কাছে থেকে সমিতির মাধ্যমে লিজে এনেছি। এটি সরকারি সম্পত্তি। মোশাররফ হোসেনেব বাবা বেঁচে থাকতেও আমি এবং আমার বাবা দাদারা শুনেনি এটি তাদের সম্পত্তি। মোশাররফের বাবা বেলায়েত হোসেনও কোন দিন এটা দাবী করেনি। 

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাদিরুজ্জামান বাছির বলেন,  নাজির দীঘি জল মহলটি শত বছরের পুরনো। আমারদের বাবা দাদারা এই জল মহলে ব্যবহার করতেন। এটি একটি সরকারি সম্পত্তি। বছরের পর বছর যাবত ইজারার মাধ্যমে লিজ নিয়ে জলমহলে মাছ চাষসহ হাসঁ মুরগী ও গরু, ছাগল পালন ও জলমহালের পানি দিয়ে চাষাবাদ করা হচ্ছে। নাজিরদীঘি শুধু একটি নাম নয় একটি আবেগ। নাজির দীঘির নামে একটি গ্রাম একটি মৌজার নাম হয়েছে। বিএস, সিএস, আরএসএ ও খাস খতিয়ান নাম্বার ১ এর ২৪ একর ৮৪ শতাংশ জায়গা।

এই জল মহলে উপর নির্ভর করে ২ হাজার মানুষ। হাওয়ারের ২শ একর জমি চাষ হয় এই জল মহলের পানি দিয়ে। বিগত দিন থেকে অদ্যবধি বিভিন্ন সমিতি ও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এই জলমহাল লিজে আনা হয়েছে। এখনো সরকারের কাছ থেকে লিজের মাধ্যমে এনে ব্যবহার করছে এলাকাবাসী। মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি জাল দলিল সৃষ্টি করে পুরো জলমহালকে নিজের দাবী করছে। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দদের বিভিন্ন ভাবে এই জলমহালের সাথে জড়িয়ে মানহানি করছে। আমাদের পূর্ব পুরুষরাও এই জলমহাল ব্যবহার করে জিবিকা নির্বাহ করেছেন। আমরা এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে মোশাররফের বিচারের দাবী জানাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.