সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগী রাশেদুল ইসলাম কোয়েলকে ১০ টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালতের বিচারক।
এদিকে, কোয়েলকে আদালতে হাজির করা উপলক্ষে বিএনপি নেতা কর্মীদের অবস্থানে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুরে ব্যাপক নিরাপত্তার মধ্যে কোয়েলকে আদালতে হাজিরের পরে ১০ টি মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম এসময় আইনশৃঙ্খালা বাহিনী ও সেনা সদস্যদের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আদালতে হাজির করা হয় আসামী রাশেদুল ইসলা কোয়েলকে।
এসময় নিরাপত্তা ভেদ করে ডিম ও মানুষের মল ছোড়া হয় কোয়েলের মুখে। এছাড়া বিএনপির নেতাকমীরা কোয়েলের উপরে হামলার চেষ্টা করলে সেনা সদস্যদের বাধা দেয় পরে কোর্টের সামনে তারা স্লোগান দিতে থাকে।এরপর আদালতে হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় কোয়েলকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় নাটোর জজ কোর্টের আইনজীবী হাফিজুর রহমান জানান, রাশেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তারা রিমান্ড আবেদন করলে পরবর্তী তারিখে রিমান্ড শুনানি করা হবে বলে জানান আদালত।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন নাটোর সদরের চক বৈদ্যনাথ এলাকার আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম কোয়েল (৩৭) ছাত্র জনতার অভ্যুথানে সরকার পতনের পর থেকে নাটোরে ১০ টি মামলায় আসামী করা হয় কোয়েলকে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মো. মাহবুর রহমান জানান, আদালতে প্রাঙ্গণে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।