× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে প্রধান শিক্ষিকার নামে অপপ্রচার; স্বামীর সংবাদ সম্মেলন

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২৩ অক্টোবর ২০২৪, ১৫:১৩ পিএম

ছবিঃ এম, এ সবুর রানা

রামপাল নির্যাতিতা প্রধান শিক্ষিকা খাদিজা সুলতানার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী মো. রবিউল আলম খোকন। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল আলম খোকন জানান, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন প্রতিপক্ষ। তিনি জানান, আমার স্ত্রী খাদিজা খাতুন বিগত সময়ে প্রভাবশালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের জিঘাৎসার শিকার হয়েছিলেন। আমি, আমার স্ত্রী খাদিজা ও সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে ৭/৮ বছর পূর্বে বাড়ী থেকে পালিয়ে আসি। এখনো পর্যন্ত বাড়ীতে ফিরতে পারিনি। যা সবাই জানেন এবং পত্রপত্রিকায় লেখালেখি করেছিলেন। 

আমার স্ত্রী আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কখনো কোন দিন কোন দাপট দেখাননি। তার বিরুদ্ধে আনিত কন্টিজেন্সি বিল, স্লীপ গ্রান্ট, রুটিন মেইনন্টেইন, ক্ষুদ্র মেরামত, প্রাক প্রাথমিক বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ঠিক নহে। তিনি বিদ্যালয়ে বরাদ্দকৃত কোন অর্থই আত্মসাৎ করেননি। প্রকৃত ঘটনা হচ্ছে বিগত সময়ে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে একটি পক্ষের লোকজন ভুল বুঝে আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি প্রকৃত সত্যি ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অপপ্রচার না চালানোর জন্য অনুরোধ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.