× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজিতপুরে পিতাকে হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৪

ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

২৬ অক্টোবর ২০২৪, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে নিবু মিয়া (৬৫) নামের এক কৃষককে হত্যার ঘটনায় তার ছেলেসহ ৪জনকে গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ। এ বিষয় ২০ অক্টোবর নিবু মিয়ার ছেলে আব্দুর রহমান হৃদয় বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১৬।

গত বৃহস্পতিবার ২৪ অক্টোবর বাজিতপুর থানার পিরিজপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে জড়িত আসামীদের কাছ থেকে একটি ছুরি ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার ২৬ অক্টোবর কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- জেলার বাজিতপুর উপজেলার মো: রহিম উদ্দিনের ছেলে মো: বাবুল মিয়া, নিবু মিয়ার ছেলে মো: সোহেল মিয়া, ইয়াকুব আলীর ছেলে মো: নজরুল মিয়া, মো: ফালু মিয়ার ছেলে মো: সুমন মিয়া।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত ১৯ অক্টোবর ভিকটিম নিবু মিয়াকে অজ্ঞাত নামা আসামীরা তাকে খুন করে তার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অন্য আসামীদেরকেও গ্রেফতার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.