× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ ব্যুরো।

২৯ অক্টোবর ২০২৪, ২০:২৫ পিএম

ছবিঃ ময়মনসিংহ ব্যুরো।

ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে নির্বাহী অফিসার, থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ভরাডোবা পুরনো বাসস্ট্যান্ড এলাকায়।

জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেণ চন্দ্র রায়কে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এদিকে বরখাস্তকৃত প্রধান শিক্ষক আজিজুল হক সরকার পরিবর্তন হওয়ার পর পূণরায় জোরপূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শুরু করেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করেন।

সোমবার (২৮ অক্টোবর) ওই কমিটির প্রথম সভা হওয়ার কথা ছিলো এবং এরই জন্য বর্তমান কমিটির কতিপয় লোক সহকারী শিক্ষক একেএম আসাদুজ্জামানকে চলমান ক্লাস থেকে এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেণ চন্দ্র রায় ও রফিকুল ইসলামসহ অন্য আরো দুই শিক্ষককে অফিস কক্ষ থেকে জোরপূর্বক বের করে কমিটির মিটিংয়ে যোগদান করার জন্য বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসা হয়।

এ সময় বীরেণ চন্দ্র রায়কে শারীরিক ভাবেও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়রা বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষকদের পুনঃরায় স্কুলে ফিরিয়ে নিয়ে আসেন। এ ঘটনার জের ধরে স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান, মডেল থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে তারা অবেরোধ তুলে নেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম আসাদুজ্জামান জানান, তিনি নবম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন। এসময় কমিটির কিছু লোক বর্তমান কমিটির প্রথম সভায় যোগদানের জন্য তাকেসহ কয়েকজন শিক্ষককে নির্বাহী অফিসারের কার্যালয়ে জোরপূর্বক নিয়ে যেতে চেয়েছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক জানান, তিনি বরখাস্ত থাকাবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরেন চন্দ্র রায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাকে সভাপতি করে একটি বিদ্যালয় পরিচালনা কমিটি বোর্ডে জমা দেন। চলতি মাসে তিনি যোগদানের পর তাকে(আজিজুল হক) সদস্য সচিব করে কিভাবে কমিটি হয়েছে, তা তার জানা নেই। গত সোমবার ওই কমিটির প্রথম সভা ছিলো। সভায় যোগদান করার জন্য কমিটির কিছু লোক শিক্ষকদের নিয়ে আসতে চাইছিলো। এর বেশি কিছু তিনি জানেন না।

উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.