রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দামোদরপুর ইউনিয়নের বারোবিঘা গ্রামে একটি ধানক্ষেত থেকে ওই মরদেহ টি উদ্ধার করা হয়। ওই মরদেহ টির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পড়নে টি শার্ট ও থ্রি কোয়াটার ট্রাউজার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের বারোবিঘা বোয়ালিপাড়া গ্রামের মো. ছবির উদ্দিন গরুর ঘাস কাটতে গিয়ে একটি মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। মরদেহ দেখে ছবির উদ্দিন চিৎকার দিয়ে ওঠেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯'এ ফোন দিয়ে খবর দিলে ঘটনাস্থলে বদরগঞ্জ থানার পুলিশ গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।