মেয়াদোত্তীর্ণ, অ্যান্টিবায়োটিকের রেজিস্টার না মানা ও দোকানে সেম্পল ওষুধ রাখার দায়ে জয়পুরহাটের আক্কেলপুরে দুইটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর সদরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে বেশির ভাগ ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা। ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার মো. শাকিব আহম্মেদ ও আক্কেলপুর থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, সেম্পল ওষুধ রাখা, অ্যান্টিবায়োটিকের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসি মালিক রাব্বি হায়দারকে দুই হাজার এবং রবিউল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অনিয়ম পেলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা জানান, ঔষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার না মানায় দুই দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।