পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আবুল হায়াত (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ ৷ তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার চিতলিয়া পাড়া সদাগর বাড়ী গ্রামের মরহুম মলুম উদ্দিনের ছেলে
বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ওসি( ডিবি) সাকিব আহমেদ ৷ তিনি জানান, গত মঙ্গলবার দুপুর ০২:৩০ মিনিটে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় গোপনীয় নিরীক্ষণ ডিউটি চলাকালে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই আতিক এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল জামালপুর জেলা পুলিশ লাইন্স এর ০১নং গেট হইতে পুলিশের নিয়োগ বিষয়ে একজন প্রতারককে গ্রেফতার করে । তার বিরুদ্ধে জামালপুর শহরের তেতুলপাড়া পাড়া এলাকার সালা উদ্দিন সদর থানায় বুধবার ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা দায়ের করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সাথে টাকা লেনদেনের কথা স্বীকার করে। তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে৷