× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

৩১ অক্টোবর ২০২৪, ১৪:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত

জামালপুরে ইসলামপুরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার দায়ে আহসান হাবীব (২৮) কে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন আদালত। তিনি ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামে আজাহার আলীর ছেলে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায়  জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর জেলা ও দায়রা জজ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন। 

আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলের সাথে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথী আক্তারের সাথে ইসলামী শরিয়াহ ও রেজিস্ট্রি মুলে বিবাহ হয়। তাদের সংসারে মো: মাহিন নামে শিশু জন্ম গ্রহণ করেন।  বিবাহের পর থেকেই আহসান হাবীব তার স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত ৷ গত ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার সময় আহসান হাবীবের বাড়ীতে  তার স্ত্রী তিথীকে শ্বাস রোধ করে হত্যা করে৷  ১৩ এপ্রিল নিহতের মামা আব্বাস আলী ফারাজী  বাদী হয়ে আহসান হাবীব ও তার মা কুসুমাকে বেগমকে আসামী করে ২০০৩ এর সংশোধনী ১১(ক) ৩০ ধারায় ইসলামপুর থানায়  মামলা দায়ের করে । পরে পুলিশের তদন্তে তার মায়ের অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷  

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ এনায়েত হোসেন জানান,  স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহসান হাবীবকে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ১১(ক) ধারায় প্রমানিত হওয়ায়  আদালত আসামীকে  মৃত্যুদন্ড ও  ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে ৷ এ মামলায় আসামী ১৬৪ ধারার স্বীকারোক্তি দিয়েছেন যে,  সে তার স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করেছে।  এই প্রেক্ষিতে আমরা ৯ জন স্বাক্ষীকে উপস্থাপন করেছি। প্রতিটি স্বাক্ষী সুন্দরভাবে স্বাক্ষ্য প্রদান করেছেন। ৯ জন স্বাক্ষী সহ সকল কিছু বিবেচনা করে আদালত রায় দিয়েছে৷  আমরা এ রায়ে সন্তুষ্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.