× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গরু চুরির অভিযোগে যুবদলকর্মীসহ তিন চোর গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৪, ১৯:৫৫ পিএম । আপডেটঃ ০২ নভেম্বর ২০২৪, ১৯:৫৫ পিএম

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে একটি গাভী গরু চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলেরকর্মীসহ তিন চোরকে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত ওই তিন গরু চোর হলো- উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬), একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)। 


সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গাভী গরু পাহাড়ের ঢালে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এসময় ওই চোরচক্রের সদস্য যুবদলকর্মী বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই তিন গরুচোর গাভী গরুটি ইঞ্জিন চালিত ভটভটি গাড়িতে তুলে নিয়ে যায়। এতে গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলেন যে তাদের গরুটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় গাভীর মালিকের স্ত্রী ফোন করে তাদের আত্মীয় স্বজনকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী চারদিক থেকে মোটরসাইকেলযোগে ও মোবাইল ফোনে যোগাযোগ করে রাস্তায় আটকে দিয়ে নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকায় ভটভটিতে গরুসহ গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ তিন গরু চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে আছে। গ্রেপ্তারকৃত তিন আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.