× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ

ক্লিনিকে বিদ্যুৎ চুরি; তথ্য চাওয়ায় সাংবাদিক অবরুদ্ধ

মো. ইমরান হেসেন

০৫ নভেম্বর ২০২৪, ১৪:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত্রতথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

গতকাল ৪ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেলথ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ সাংবাদিকরা হলেন-কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ০১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কতৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান। এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন।

এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করে। এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রæত ক্লিনিকে আসতে বলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন।

এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানা বলেন, বিষয় আমি কোন সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে চাইনা। আপনারা কোর্টে মামলা করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম বলেন, গতকাল নূর হেলথ সেন্টারে দুইজন সাংবাদিক তথ্য চাইতে গেলে তাদেরকে লাঞ্চিত-অবরুদ্ধর বিষয়টি আমি শুনেছি। এটা কোন ভাবেই কাম্য নয়। সাংবাদিকরা তথ্য চাইতেই পারে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.