× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না'

রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০৫ নভেম্বর ২০২৪, ২১:২০ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

সাংবাদিকরা হচ্ছে দেশের পিলার আর সংবাদ হচ্ছে সমাজের আয়না। একমাত্র সাংবাদিকরা সাদাকে সাদা ও কালোকে কালো বলতে ও লিখতে পারেন। যাদের মাধ্যমে আমরা দেশ ও সমাজের সচিত্র দেখতে ও জানতে পারি বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিভাগীয় কার্যালয়ে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

বিভাগীয় কমিশনার বলেন, আন্দোলনের সুতিকাগার হিসেবে রংপুর পরিচিত। আবু সাঈদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার আন্দোলনের ফলে ২য় স্বাধীনতা এসেছে। তাই আবু সাঈদের বাংলাদেশে, জুলাই বিপ্লবের স্পিরিটকে কাজে লাগিয়ে রংপুরের উন্নয়নে ভুমিকা রাখতে চাই। সেই সাথে জনগণের চাকর হিসেবে রংপুর বিভাগ বাসীর সেবাও করতে চাই। 

তিনি বলেন, রংপুর বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করে আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আমার পরিকল্পনা কি, আমি বলেছিলাম, আবু সাঈদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে চাই। এজন্য রংপুরে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেন, ক্ষমতায় থাকলে সবাই নিজের এলাকার উন্নয়ন করে। রংপুরের দায়িত্বে যারা ছিলেন, তারা উন্নয়নে ভুমিকা না রাখায় এবং সুষম বণ্টন না হওয়ার কারনে রংপুর পিছিয়ে। এই রংপুরকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে রংপুর কে এগিয়ে নেয়া সম্ভব।

এসময় তিস্তা মহাপরিকল্পনা, শ্যামাসুন্দরী খাল, বন্ধ হওয়া সুগার মিল, রংপুরের উন্নয়নে বিভাগের ও সিটি কর্পোরেশনের উন্নয়ন বাজেট বরাদ্দসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আজমল হোসেন, স্থানীয় বিভাগের পরিচালক আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আসাদুজ্জামান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আফজালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.