নাটোরের সিংড়ায় ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ আপন ভাতিজার বিরুদ্ধে। আজ ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী একই গ্রামের মৃত ছবি প্রামানিকের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিম এরশাদ প্রামানিকের সাথে তার ভাই মমতাজ আলীর দুই ছেলে আহসান (১৮) এবং মশাল (৪০) এর সাথে বাকবিতন্ডা হয়। এসময় আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে আহসান এবং মশাল তাকে কিল ঘুষি মারে। এতে এরশাদ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হুসেন জানান, আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল চৌপুকুরিয়ায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।