কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ৩২ হাজার টাকাসহ স্বর্নাংলকার ও মোবাইল খোয়ালেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা তাছলিমা বেগম। আজ (৬ নভেম্বর) দুপুরের দিকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ফল কিনতে যায় স্থানীয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি কর্মকর্তা তাছলিমা বেগম। সেসময়ে হঠাৎ করে তিন জন যুবক তার পাশে দাঁড়িয়ে একটি ব্যাগের ভিতরে মূল্যমান জিনিস বিক্রি করে দিতে বলেন। এরপর এ বিষয়ে কথা বলার মাঝে তাদের মধ্য একজন যুবক তার গাড়ে হাত রাখার সাথে সাথেই তিনি অচেতন হয়ে যায়। এরপর তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা, ৭ আনার ওজনের স্বর্নের চেইন, একটি স্মার্ট ফোন নিয়ে যায়।
ব্র্যাক অফিসের আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তা ভুক্তভোগী তাছলিসা বেগম বলেন, সকালে অফিসে আসার পর অফিসের গেস্টের জন্য ফল কিনতে বাসস্ট্যান্ডে যায়। সেখানে যাওয়ার পর তিনটা ছেলে এসে দুর্জয় মোড় এলাকায় আমাকে একটি ব্যাগ দিবে তা নিয়ে কথা বলার সময়ে তারা আমাকে অচেতন করে পেলে তখন আমি কিছু বলতে পারছিলাম না। তারা আমার সাথে থাকা নগদ ৩২ হাজার টাকা, স্বর্নের চেইন, মোবাইল ফোন সব নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ইদানিং একটি চক্র সক্রিয় হয়েছে। তবে এই ঘটনাটি আমার জানা ছিলো না। আপনার মাধ্যমে জানলাম। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িতদের ধরতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।