× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (৬ নভেম্বর) সকালে গংগাচড়া সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল এমরান। গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম লেবু ছাত্র-জনতার আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। দুপুরের পরেই বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে বিকেলের দিকে পুলিশ তাকে গুলি করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃতু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৫৭ জনকে আসামী করে মামলা করেন। ওই মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.