× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে বিএনপি কর্মীদের মারধরে আহত যুবলীগ কর্মীর মৃত্যু

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

০৭ নভেম্বর ২০২৪, ১৫:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত

নাটোরে বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।ওই নেতার নাম সাইদুর রহমান(৫৫)।তিনি সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।বিদ্যুতের খুঁটিতে বেঁধে সাইদুর রহমানকে বেধড়ক মারপিটের পর গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গতকাল বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুরে নিহত সাইদুর রহমানের ভাই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত সাইদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একচেটিয়াভাবে বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন।এ নিয়ে স্থানীয় লোকজনের সাথে তার বিরোধ দেখা দেয়। এরই জেরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদুর রহমান বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে এলাকার ক্ষুব্ধ লোকজন।তখন থেকে তিনি সপরিবারে আত্নগোপনে চলে যান।গত অক্টোবরের শেষ সপ্তাহে গোপনে নিজ এলাকায় এসে একটি জীর্ণ ও নির্জন বাড়িতে অবস্থান নেন তিনি।

এলাকায় তার উপস্থিতি টের পেয়ে ক্ষুব্ধ লোকজন গত ২৯ অক্টোবর সকালে সাইদুরকে ধরতে ওই বাড়ি ঘেরাও করলেও কৌশলে পালিয়ে যান তিনি।পরদিন দুপুরে কয়েকজন যুবক সাইদুরকে নাটোর শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে তুলে তার এলাকা দরাপপুর বাজারে নিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে পেটায়।গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর ভর্তি করা হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগ সদস্য ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, নৃশংস ও নির্দয়ভাবে আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে।এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবী করছি।

আত্মগোপনে থাকা সাইদুরের ছোট ভাই শহিদুল ইসলাম অভিযোগ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে স্থানীয় বিএনপি কর্মী কাঙ্গালের নেতৃত্বে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে পেটানো হয়।বিএনপি কর্মীদের ভয়ে পরিবারের লোকজন আত্নগোপনে থাকার পরও আতঙ্কে রয়েছে। তারা থানায় একটি অভিযোগ দায়ের করার মতো অবস্থাতেও নেই।
অভিযুক্ত সাবির হোসেন কাঙ্গালের সাথে এ ব্যাপারে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.