× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জ

ভৈরবে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

আরিফুল ইসলাম মামুন, ভৈরব প্রতিনিধি।

০৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৭ পিএম

ছবিঃ আরিফুল ইসলাম মামুন

কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে বাস কাউন্টারে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা  একটি  বাঁশবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি কে পেছন থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে পিছনে  বসে থাকা স্ত্রী রেহেনা আক্তার রিমা গাড়ি থেকে ছিটকে পড়ে গেলে এসময় ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয় ,ঘটনাস্থলে সে মারা যায়।

আজ বৃহসপ্রতিবার সকাল সাড়ে সময় ভৈরব দর্শন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী ফিরুজ মিয়া অ্যাকমি ফার্মাসিটিক্যাল কোম্পানির ভৈরব এরিয়া ম্যানেজার ছিলেন। সে স্ত্রী সন্তান নিয়ে চারবছর যাবত ভৈরবে একটি ভাড়া বাসায় থাকতেন। এ দম্পতির ১১বছরের আতিয়া নামে একটি কন্যা সন্তান ও রয়েছে। তাদের মেয়ে গ্রামে দাদাবাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন। তাকে আনতে গ্রামে বাড়ি টাঙ্গাইল যাওয়ার জন্য আজ সকালে ভৈরব বাস টার্মিনালে যাওয়ার পথে দর্শন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী ফিরুজ মিয়া বলেন, আমার স্ত্রীকে বাসে টাঙ্গাইল পাঠানোর জন্য বাসে তুলে দিতে আসার পথে পেছন থেকে একটি  ট্রাক আমার মোটর সাইকেলের পেছন দিয়ে ধাক্কা মারে। তখন আমার স্ত্রী ডানপাশে পড়ে যায় আর আমি বামপাশে পড়ে যাই, আমাকে কয়েকজনে উদ্ধার করে পরে উঠে দেখি আমার স্ত্রী ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে পড়ে আছে। এরপর আমি আর কিছু বলতে পারি না । নিহত রেহেনা আক্তার রিমা , টাঙাইল জেলার ,গোপালপুর উপজেলা, ছাওয়াল গ্রামের মোজাফর আলির ছেলে  ফিরুজ মিয়ার স্ত্রী।

বিষয়ে হাইওয়ে থানার সাবইন্সপেক্টর বলেন খবর ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.