× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহ -২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী তিন দিনের রিমান্ডে

এম এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

০৮ নভেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে র‌্যাব-৪ তাকে গ্রেফতার করে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়। পুলিশ ৩টি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিনদ্দিকী সমিকে র‌্যাব-৪ ঢাকা নবীনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। শুক্রবার ভোররাতে তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়। পরে  সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তাহজীব আলম সিদ্দিকী সমির নামে ঝিনাইদহে ১১ বছর আগের জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, গত ৪ আগস্ট জেলা বিএনপি অফিস ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২টি মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এসব মামলার পর তিনি পলাতক ছিলেন। 

তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে স্বতন্ত্র ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ২০২৪ সালে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ওরফে দাদা ভাইয়ের কাছে পরাজিত হন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মরহুম নুরে আলম সিদ্দিকীর ছেলে। তিনি ঢাকা ডরিন পাওয়ার লিমিটেড এর মালিক। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.