× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিপি নূরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা- জাপা কো-চেয়ারম্যান

রংপুর ব্যুরো

০৮ নভেম্বর ২০২৪, ১৯:২৫ পিএম

ছবিঃ রংপুর ব্যুরো।

জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস নয় বছর দেশ শাসনের ইতিহাস। জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (৮ ন‌ভেম্বর) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ পার্টি কার্যালয়ের সামনে আয়োজিত জেলা ও মহানগরের যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী দেন।

তিনি বলেন,আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশিদিন টিকতে পারবেন না।

মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যে কোনো মুল্যে তারা রংপুরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ জাতীয় পার্টির উপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে। 

ভিপি নূরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে তিনি বলেন, যার নিজস্ব কোনো শক্তি নেই। তার ওই দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ কেউ ভাঙবে, সেই সাধ্য কারো নেই-মোকাবেলা হবে রাজপথে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসির’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। সম্মেলনে জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.