× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আয়োজিত হল 'কোয়াব ক্রিকেট লীগ'

রংপুর ব্যুরো।

০৮ নভেম্বর ২০২৪, ২১:০৬ পিএম

ছবিঃ রংপুর ব্যুরো।

অত্যন্ত ক্রীড়া সমৃদ্ধ জেলা রংপুর। জাতীয় পরিমন্ডলে রংপুরের খেলোয়াররা ভালো অবদান রেখেছে। অনুর্ধ ১৬, ১৯ দলসহ জাতীয় দলে রংপুরের খেলোয়াররা ভালো করছে। রংপুরের খেলার মাঠে জৌলুস ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

শুক্রবার (৮ ন‌ভেম্বর) সকালে ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেটারর্স ওয়েলফেয়ার এসোসিয়েশন রংপুর জেলা শাখার আয়োজনে কোয়াব ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, প্রাকটিস গ্রাউন্ড, ড্রেসিং রুম সংস্কারসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রতিটি খেলায় পৃষ্ঠপোষকতা করা হবে। খেলার মাঠ নষ্ট করা যাবে না। খেলার মাঠে দর্শক ফিরিয়ে আনতে হবে। নিয়মিত লীগ, টুর্ণামেন্ট চলমান থাকলে ক্লাবগুলোতে চাঙ্গাভাব বিরাজ করবে। মাদককে নির্মুল করতে খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। এসময় তিনি রংপুরের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটারর্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) কে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন। 

ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেটারর্স ওয়েলফেয়ার এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি জাতীয় ক্রিকেটার নাসির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হামিম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সাংবাদিক ও সাবেক ক্রিকেটার রেদওয়ান হিমেল, ক্রিকেটার সালাউদ্দিন পাপ্পু, আশরাফুল আলম সুজন, সাদিক প্রমুখ। 

কোয়াব ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় রংপুর সাউথ ও রংপুর ইস্ট দল অংশগ্রহণ করে। ৪০ অভারের খেলায় রংপুরের মোট ৫টি দল অংশগ্রহণ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.