× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে শিক্ষক সমিতির নির্বাচনে মারামারি ভাঙচুর

আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি।

০৯ নভেম্বর ২০২৪, ২০:০৯ পিএম

ছবিঃ ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থীতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধানকোড়া গিরীশ চন্দ্র ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমানের উপর হামলা চালায় একদল বহিরাগত। হামলায় গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়,  শনিবার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত সকাল ১১ টা থেকে উপজেলার ১৭ টি হাই স্কুলের ৩৮৪ শিক্ষকের সমিতির কমিটি গঠন করা হবে। বেশিরভাগ শিক্ষক নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করার পক্ষে ছিলেন। বিগত ২০১৬ সনে গঠিত কমিটি নির্বাচন ছাড়া ঘোষনা দিয়ে করা হয়েছিল। শিক্ষকদের প্রাণের সংগঠন শিক্ষক সমিতি বিগত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর নতুন করে কমিটি গঠনের উদ্দেশ্যে গতকাল শনিবার সভাপতি পদে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসীমউদ্দীন সাধারণ সম্পাদক হিসেবে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বাবুল ও ধানকোড়া গিরীশ চন্দ্র ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান প্রার্থীতা ঘোষণা করেন।

নির্বাচন ছাড়া পূর্বের ন্যায় কমিটি ঘোষণা করার পক্ষে ছিলেন একটি পক্ষ। কিন্তু মোঃ লুৎফর রহমান প্রতিবাদ করেন, গণতন্ত্রের/ নির্বাচনের জন্য এত সংগ্রাম ত্যাগ করলাম! ঘোষণা দিয়েই যদি কমিটি হয় তাহলে ফ্যাসিস্ট সরকার আর আমাদের মধ্যে পার্থক্য রইল কোথায়? পরবর্তীতে মহিষালোহা জব্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিন উদ্দিনকে নির্বাচন কমিশন করে শনিবার নির্বাচনের তারিখ ঘোষণা করে। নির্বাচনে আগে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সহ সভাপতি রোকনুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান যুবদল আহবায়ক আমীর হামজা, যুগ্ন আহব্বায়ক সাইফুল ইসলাম সহ প্রধান শিক্ষকদের সাথে দফায় দফায় বৈঠক করে নির্বাচন ছাড়া একটি কমিটি ঘোষণার প্রস্তুতি নেন। শিক্ষক লুৎফর রহমান কে না মানাতে পারলে আমিনুল ইসলামের সমর্থক এবং কিছু বহিরাগত হামলা চালিয়ে গুরুতর আহত করে।

হামলার পর লুৎফর রহমানের সমর্থকরা অনুষ্ঠানের চেয়ার ভাঙচুর করে কমিটি স্থগিত করে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানায়। দুই পক্ষের সমর্থকদের শান্ত করেন সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন। তিনি বলেন, শিক্ষকদের মাঝে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। এর সঠিক বিচার করা হবে।‌ পরবর্তীতে নির্বাচন কমিশন আমিন উদ্দিন মুহাম্মদ জসীম উদ্দিন কে সভাপতি ও আমিনুল ইসলাম বাবুল কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আমিনুল ইসলাম বাবুল ইউনিয়ন বিএনপির সভাপতি, লুৎফর রহমান ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি দুজনই বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার লুৎফর রহমানকে স্কুলের পাশে ডেকে নিয়ে বোঝানোর চেষ্টা করেন নিজেদের মধ্যে কোন্দল না করে বাবুল মাস্টারকে এবার কার মতো ছেড়ে দাও পরবর্তীতে তোমাকে সাধারণ সম্পাদক বানানো হবে। কিন্তু লুৎফর রহমান না মানায় বাবুলের সমর্থক লুৎফরের উপর হামলা চালায়। ছাত্রদলের সাদ্দাম, যুবদলের সাঈদ সহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার জানান, আমি লুৎফর রহমান কে অনেক বার বোঝানোর চেষ্টা করেছি, বাবুল মাস্টারকে এবারকার মতো ছেড়ে দাও। আর বাইরে থেকে লোকজন ভাড়া করে এনে নিজেদের মধ্যে কোন সংঘাত বাঁধানোর চেষ্টা করো না। ও আমার কোনো কথাই শোনে নি। আমি চলে এসেছি। পরবর্তীতে কি নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা জানিনা। তবে বিষয়টি খুবই নিন্দনীয় এর সঠিক বিচার হবে বলেও জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.