× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুকের দুধ দান করে বিশ্ব রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক।

১০ নভেম্বর ২০২৪, ১৯:২০ পিএম । আপডেটঃ ১০ নভেম্বর ২০২৪, ২০:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টেক্সাস প্রদেশের ফ্লাওয়ার মাউন্ড অঞ্চলের অগলট্রি নামের এক নারী নিজের বুকের দুধ দান করে উদারতা ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন। তিন সন্তানের জননী এই নারী এবার বুকের দুধ দান করে দ্বিতীয়বারের মতো গিনেসবুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন।

এর আগে ২০২৩ সালে ২,৬৪৫.৫৮ লিটার বুকের দুধ দান করে বিশ্বের সর্বোচ্চ দাতার রেকর্ড গড়েছেন। ২০১৪ সালেও তিনি ১,৫৬৯.৭৯ লিটার বুকের দুধ দান করেছিলেন।

২০১০ সালে প্রথম সন্তান জন্মদানের পর থেকে তিনি বুকের দুধ দান করা শুরু করেন। দুধের পরিমাণ বেশি হওয়ার ফলে এক নার্স তাকে অতিরিক্ত দুধ অন্য মায়েদের দান করার জন্য পরামর্শ দেন। মায়েদের সাহায্য করার পাশাপাশি অগলট্রি সারোগেট মাদার হিসেবেও দুধ দান করেন। 

গিনেসবুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তিনি বলেন, দুধ দান ছিল তার জন্য একটি মানবিক উপায়ে সমাজে অবদান রাখার সুযোগ। মাদারস মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাস (Mothers' Milk Bank of North Texas) এ দান করা তার প্রতিটি লিটার দুধ ১১টি অপরিণত শিশুকে পুষ্টি জোগায়। এর ফলে, তার দানে প্রায় সাড়ে তিন লাখ শিশু উপকৃত হয়েছে। 

অগলট্রি বলেন, তার দুধ উৎপাদনে পর্যাপ্ত পরিমাণ পানিপান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যথেষ্ট ভূমিকা রেখেছে। তার এই বিশাল দানকে মাদারস মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাস (Mothers' Milk Bank of North Texas) এর নির্বাহী পরিচালক শাইনা স্ট্যান্কস ‘অতুলনীয় উদারতা ও সহানুভূতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.