কক্সবাজারের মহেশখালী উপজেলার ষাইটমারার আলোচিত মনির হত্যার ঘটনায় আসামিদের কাছে রক্ষিত অবৈধ অস্ত্র উদ্ধারসহ হত্যা মামালার আসামিদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত মনির আহমেদের পরিবার ও এলাকাবাসী৷
১১ নভেম্বর (সোমবার) দুপুরে মহেশখালীস্থ কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের শাখা অফিসে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী জন্নাত আঁরা দাবি করে বলেন, সন্ত্রাসীরা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেও ক্ষ্যন্ত হচ্ছে না, এখনো প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে৷ তাই হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি।
নিহত মনির আহমদের ২ সন্তান। পিতা হত্যার বিচার নিশ্চিতের দাবি করে বলেন, আমার বাবার হত্যাকারী স্থানীয় সন্ত্রাসী রাইহান ও বদর উদ্দিন বাহিনীর কাছে এখনো অস্ত্রশস্ত্র মজুত আছে, যেকোনো সময় ফের হামলা চালাতে পারে, তাই তাদের কাছে রক্ষিত অবৈধ অস্ত্র উদ্ধার করে দ্রুত আসামিদের আইনের আওতায় আনুন।
আয়োজিত সংবাদ সম্মেলনে শাপলাপুরের অপর ঘের ইজারাদার ইসমাইল হোসেন এলাকাবাসীর পক্ষে নিহত মনির আহমেদ হত্যার বিচার দাবি করে জানান, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদমাধ্যমে বিভিন্ন মিথ্যে তথ্যে রটাচ্ছে। কাউকে মিথ্যে রিউমারে অভয় না দিতে অনুরোধ করছি।
তিনি বলেন, হত্যার সাথে সম্পৃক্তরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে। হত্যাকারীদের কাছে থাকা বন্দুক দিয়ে ফের হত্যার হুমকি দিচ্ছে অপরাধীরা। কিন্তু পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। প্রশাসন আন্তরিক না হলে ফের বড় ধরনের সংঘর্ষ হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- উপজেলার শাপলাপুর ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য দিলরুবা খানম দিলু, নিহত মনিরের সন্তান আদর মনি সাগর, অনিক মনি আকাশ,বিনিজ খাতুন, জাইতুন নাহার, মিরাজুন নাহার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারার পূর্ব পাশে পাঠোয়ারছড়ি চিংড়িঘেরে মনির আহমদকে গুলি করে হত্যা করে।