× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরীয়তপুর সড়কের পাশে ব্যাগ ভর্তি বোমা সদৃশ বস্তু

আতঙ্কে এলাকাবাসী

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি।

১১ নভেম্বর ২০২৪, ১৮:১২ পিএম

ছবিঃ সংগৃহীত

গ্রামীণ সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি ব্যাগ ভর্তি অবস্থায় পড়েছিল বোমা সদৃশ বস্তু। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে সড়কের জায়গাটি ঘিরে রেখেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশে বোমা সদৃশ বস্তু দেখা যায়।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০ টি কালো রঙোর হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।  বোমা সনাক্তকরণ ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। খবর পাওয়ার পর থেকেই সড়কের ওই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক এক সাথে সড়কটি দিয়ে হেঁটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আতঙ্কের মধ্য আছি।

ডামুড্যা থানা পুলিশের উপপরিদর্শক ইয়ার হোসেন বলেন, ৯ টার সময় আকালবরিশ এলাকায় বোমা সদৃশ কিছু দেখে এলাকার লোক পুলিশকে খবর দেয়। আমরা সাথে সাথে এখানে চলে এসেছি। আমাদের বোম নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে ব্যাগগুলো উদ্ধার করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.