ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকতা নিবেদিতা চাকমা এ জরিমানা করেন।
সূত্র জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে দাগনভূঞা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় নোয়াখালী চৌমুহনী রোড়ে হাজী রাজ্জাক কুঠির শিল্পের মালিক মীর হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা এবং ১২ কেজি পলিথিন জব্দ করে, বসুরহাট রোড়ে আজিজুল হক ষ্টোরের মালিক তানিম হাসানকে ১ হাজার টাকা জরিমানা করে ১ কেজি পলিথিন জব্দ, ফাতেমা ষ্টোরের মালিক মো: মোস্তফা কে ৩ হাজার টাকা জরিমানা এবং ২ কেজি পলিথিন জব্দ, আলম ষ্টোরের মালিক মো: আসিফ কে ৩ হাজার টাকা জরিমানা এবং ২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে ফেনী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, নমূনা সংগ্রহ কারী জাহাঙ্গীর আলম, দাগনভূঞা থানা পুলিশের একটি টিম সহায়তা করে ।
এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবির হোসেন জানান সরকারের নির্দেশনা মোতাবেক পরিবেশ রক্ষায় সারা দেশের ন্যায় ফেনী জেলা ব্যাপি এ অভিযান অব্যহত থাকবে।