× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোর

বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারী আটক

মোঃ সৈকত হোসেন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

১২ নভেম্বর ২০২৪, ১৪:৩৫ পিএম

ছবিঃ মোঃ সৈকত হোসেন

নাটোরের বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানিয় জনগন।   মঙ্গলবার ( ১২নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক  করা হয়।

স্থানিয়রা জানান, বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক মহিলার গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী নারীরা। পরে মহিলার চিৎকারে স্থানিয় ও আনছার সদস্যরা এগিয়ে এসে তাদের আটক করে বনপাড়া পৌরসভার নিয়ে আটকে রাখে। পরে পুলিশে খবর দেয়।

 আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার বদ্দীকান্দি থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী পারভিন(৩০) গর্ভবতি, একই এলাকার মৃত আলঙ্গীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই এলাকার রমজান আলীর স্ত্রী মালা(৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা(৫০)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌরসভা থেকে ৫ নারী  ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতি রয়েছেন। নীতিমালা অনুসরন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.